প্রশ্নঃ একজন মুসলমানের উপর বিবাহ করা কখন হারাম হয়?

উত্তরঃ কোন মুসলমান যদি মোহর, আহার এবং পারিবারিক প্রয়োজনীয় ব্যয়ভার বহনে সক্ষম না হয় অথবা স্ত্রী সঙ্গমে শক্তি না রাখে, তাহলে এমন ব্যক্তির উপর বিবাহ করা হারাম। (দেখুনঃ দরসে মিশকাত)

This entry was posted in বিবাহ, বিবাহের হুকুম, লেনদেন বিষয়াদী. Bookmark the permalink.
//