প্রশ্নঃ উকীল বরখাস্ত করা যাবে কি না?

উত্তরঃ উকীল নিয়োগদাতা, অর্থাৎ- মক্কেল যে কোন সময় উকীলকে বরখাস্ত করতে পারে। মক্কেল তার উকীলকে বলেছিল, আমর একটি বকরি দরকার। কোথাও পাওয়া গেলে নিয়ে এস। অতঃপর বকরি আনার পূর্বেই বলে দিল, এখন আমর বকরির প্রয়েজন নেই। সুতরাং কবকি আনতে হবে না। তহলে এখন সে মক্কেলের জন্য বকরি কিনতে পারবে না। কিনলে নিজেকেই নিতে হবে। (দেখুনঃ রদ্দুল মুহতার)

This entry was posted in কোন কাজের প্রতিনিধি বানানো, লেনদেন বিষয়াদী. Bookmark the permalink.
//