প্রশ্নঃ অস্পষ্ট ইশারাপূর্ণ শব্দদ্বারা তালাক দিলে কোন তালাক হবে ও তার হুকুম কি হবে?

উত্তরঃ অস্পষ্ট ইশারাপূর্ণ শব্দ বলার সময় যদি তালাক দেয়ার নিয়ত থাকে, তাহলে সঙ্গে সঙ্গেই তালাক হয়ে যাবে  এবং বাইন তালাক হবে। এখন নতুন করে বিয়ে করা ছাড়া আর রাখতে পারবে না। আর যদি এসব কথা বলার সময় তালাকের নিয়ত না থাকে; বরং অন্য কোন উদ্দেশ্যে বলে থাকে, তাহলে তালাক হবে না। তবে যদি আচার-আচরণ থেকে বোঝা যায় সে তালাকের নিয়তেই বলেছিল। এখন মিথ্যা বলছে। তাহলে স্ত্রীর জন্যে উচিত হবে- তার কাছে না থাকা; বরং মনে করা যে, আমাকে তালাক দিয়ে ফেলেঝে। যেমন, স্ত্রী কোন কারণে রাঘ হয়ে বললঃ তোমার সাথে আমার মিল-মিশ হবে না, বনা-বনি হবে না। তুমি আমাকে তালাক দিয়ে দাও। স্বামী বললঃ আচ্চা আমি তোমাকে ছেড়ে দিলোম। তাহলে এখানে স্ত্রীকে এটাই বুঝতে হবে আমকে তালাক দিয়ে দিয়েছে। (দেখুনঃ রদ্দুল মুহতার)

This entry was posted in ইঙ্গিতসূচক শব্দে তালাক, তালাক, লেনদেন বিষয়াদী. Bookmark the permalink.
//