পুরুষের কাফন পরিধান করানোর নিয়ম কি?

পুরুষের কাফন পরানোর নিয়ম হল, প্রথমে লেফাফা/চাদর বিছাবে। তার উপর ইজার। তার উপর জামার নীচের অর্ধাংশ বিছাবে এবং অপর অর্ধাংশ মাথার দিকে গুটিয়ে রাখবে। তারপর মাইয়্যেতকে এই বিছানো কাফনের উপর চিত করে শোয়াবে এবং জাামর গুটানা অর্ধাংশ মাথার উপর দিয়ে পায়ের দিেেক এমনভাবে টেনে আনবে যেন জামার ছিদ্্র (গলা) মাইয়েতের গলায় এসে যায়। এরপর গোসলের সময় মাইয়্যেতকে যে কাপড় পরানো হয়ে ছিল সেটা বের করে নিবে এবং নাক, কান ও মুখ থেকে তুলা বের করে নিবে। তারপর মাথা ও দাড়িতে আতর প্রভৃতি খুশবু লাগাবে। অতঃপর কপাল, নাক, উভয় হাতের তালু, উভয় হাঁটু ও উভয় পায়ে এবং সাজদার অঙ্গসমূহে কর্পূর লাগবে। তারপর ইজারের বাম পাশ উঠাবে অতঃপর ডানপাশ উঠাবে। অতঃপর কাপড়ের লম্বা টুকরা বা সুতা দিয়ে মাথা এবং পায়ের দিকে এবং মধ্যখানে কোমরের নীচে বেঁধে দিবে, যেন বাতাসে বা নড়াচড়ায় কাফন খুুলতে না পারে। (দেখুনঃ রদ্দুল মুহতার)

This entry was posted in জানাযা, জানাযার নামায. Bookmark the permalink.
//