হাঁচি

হাঁিচ দিলে বলবে-
اَلْحَمْدُ لِلَّهِ
উচ্চারণঃ আলহামদু লিল্লাহ।

অথবা ইহা বলিবেঃ
اَلْحَمْدُلِلَّهِ عَليَ كُلِّ حَالٍ

উচ্চারণঃ আলহামদু লিল্লাহি আলা কুল্লি হাল।
অথবা ইহা বলিবেঃ
اَلْحَمْدُلِلَّهِ حَمْدًا كَثِيْراًطيِّبًا مْبَارَكًا فِيْهِ مْبَارَكًا عَلَيْهِ كَمَا يُحِبُّ رَبُّنَاوَيَرْضَىَ
উচ্চারণঃ আলহামদু লিল্লাহে হামদান কাছীরান তৈয়্যেবান মুবারাকান ফীহে মুবারাকান আলাইহে কামা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা।
অন্য ব্যক্তি হাঁচি দিলে (যদি সেاَلْحَمْدُلِلَّهِ বলে ) তবে তার উত্তরে বলবে-
يَرْحَمُكَ اللهُ
উচ্চারণঃ ইয়ার হামুকাল্লাহ।

হাঁচি দাতা উত্তর দাতার يَرْحَمُكَ اللهُ শুনে উত্তরে বলবে-
يَهْدِيْكُمُ اللَّهُ وَيُصْلِحْ بَالَكُمْ
উচ্চারণ- ইয়াহদি কুমুল্লাহু ওয়া ইউস্লিহ বালাকুম।