ঘুম থেকে উঠার সুন্নাতসমুহ

১. ঘুম থেকে উঠে তিন বার ‘আল-হামদু লিল্লাহ’ বলে উভয় হাতের তালু দ্বারা চোখ ঢলা।
২. ঘুম থেকে উঠে কালিমায়ে তাইয়্যিবা পড়া।
৩. এই দুয়া পড়া-
اَلْحَمْدُ لِلّهِ الَّذِيْ اَحْيَانَا بَعْدَ مَا اَمَاتَنا وَاِلَيْه الُّشُوْرُ
উচ্চারণঃ আলহামদু লীল্লা-হিল্লাযী আহ্ইয়া-না-বা‘দামা আমাতানা ওয়া ইলাইহিন্নুশুর।
৪. ঘুম থেকে উঠে মেসওয়াক করা।

This entry was posted in সুন্নতে নববী. Bookmark the permalink.
//