কি কি বস্তু দ্বারা তায়াম্মুম করা জায়েয ?

পাক মাটি, কংকর, বালি, চুনা, মাটির তৈরী কাঁচা অথবা পাকা ইট, ধুলা-বালি, মাটি, পাথর ইটের তৈরী দেয়াল, পাকা বাসন, (তেল লেগে না থাকলে)। লাকড়ী বা কাপড়ে অথবা অন্য কোন পাক বস্তুতে ধুলাবালি লেগে থাকলে এসব বস্তু দ্বারা তায়াম্মুম করা যাবে।(দেখুনঃ ফাতওয়ায়ে আলমগীরী ও রদ্দুল মুহতার)

This entry was posted in তায়াম্মুম. Bookmark the permalink.
//