কারো উপর কখন হজ্জ করা ফরজ হয়?

ঐ সকল লোকের উপর হজ্জ করা ফরজ যারা স্বাধীন, প্রাপ্ত বয়স্ক, সুস্থ মস্তিস্ক ও সুস্থদেহের অধিকারী। যখন তারা পথের খরচের উপর সক্ষম হয় আর তা বাসস্থান ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস থেকে এবং ফিরে আসা পর্যন্ত আপন পোষ্য পরিজনের খোরপোষ থেকে অতিরিক্ত হয়, আর পথও নিরাপদ হয়। (দেখুনঃ হেদায়া)

This entry was posted in হজ্জ, হজ্জ কখন ফরজ হয়. Bookmark the permalink.
//