ইশার জামাআত না পেলে তারাবীহ ও বিতর জামাআতে পড়তে পারবে কি ?

হ্যাঁ, একাকি ইশার নামায পড়ে নিয়ে তারাবীহ ও বিত্র নামায জামাআতে পড়তে পারবে। কিন্তু ইশা না পড়ে তারাবীহ ও বিত্রে শরীক হতে পারবে না। কারণ ইশার আগে তারাবীহ ও বিত্র নামায সহীহ হয় না। (দেখুনঃ মাসিক আলকাউসার)

This entry was posted in তারাবীর নামায, নামায. Bookmark the permalink.
//